ভারতের যুদ্ধবিমান প্রদর্শনী

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে সামাল দেয়ার জন্য আকাশে যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে ভারত। জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান নিয়োগের পরিকল্পনা জনসমক্ষে উন্মুক্ত করেছে ভারতীয় বিমান বাহিনী।

৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত এক প্রদর্শনীতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধবিমান ‘তেজস’, রাশিয়া থেকে ক্রয় করা ‘সুখোই’ এবং যুক্তরাষ্ট্র নির্মিত ‘সি-১৭’ যুদ্ধবিমান প্রদর্শন করা হয়।

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিরেন্দর সিং ধানোয়া বলেন, কোন ধরণের হুমকি অথবা উস্কানি মোকাবেলায় তার দেশ অবিলম্বে সব ধরণের সামরিক সক্ষমতা প্রয়োগে প্রস্তুত রয়েছে।

সীমান্ত এলাকায় ভারত এবং চীনের মাঝে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ প্রদর্শনী অনুষ্ঠিত হল। জুন থেকে শুরু করে দুই মাসের বেশি সময় ধরে দেশদু’টির মধ্যে মুখোমুখি সামরিক অবস্থান অব্যাহত ছিল।

সূত্র : এনএইচকে

আজকের বাজার : এমএম / ৯ অক্টোবর ২০১৭