পিএসএলভি-সি৫০ রকেটে করে সিএমএস-০১ নামে একটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কর্মকতারা বৃহস্পতিবার জানিয়েছেন।
স্থানীয় সময় বিকাল ৩.৪১ মিনিটে ব্যাঙ্গালোরের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়, খবর সিনহুয়া।
সফলভাবে উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান কৈলাসবাদিভো শিভান বলেন, ‘পিএসএলভি-সি৫০-সিএমএস-০১ নিখুঁতভাবে নির্দিষ্ট কক্ষপথে সফল হওয়ায় আমি খুশি।’
ইসরোর তথ্য অনুসারে, সিএমএস-০১ উক্ষেপণের মাধ্যমে ভারতের স্যাটেলাইট সংযোগ রক্ষার ক্ষেত্রে পথ আরও সুগম হলো। এটি ভারতের টেলিকমিউনিকেশন পরিষেবাকে উন্নত করবে।
ইসরোর এক বিবৃতিতে বলা হয়, এ কৃত্রিম উপগ্রহটি ভারতের মূল ভূখণ্ড, আন্দামান-নিকোবর এবং লাক্ষাদ্বীপে বর্ধিত সি ব্যান্ড পরিষেবা দেবে। ফলে একদিকে যেমন টেলিভিশন চ্যানেলের দৃশ্যমানতা উন্নত হবে। তেমনই টেলিযোগাযোগ ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও সাহায্য মিলবে।
কর্মকর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণ হওয়া সিএমএস-০১ হলো ভারতের ৪২তম যোগাযোগ স্যাটেলাইট।
ইসরোর বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ইসরোর প্রধান।