এতদিন রেকর্ড ছিল ভারতের নামে৷ এবার সেই নজিরে ভাগ বসাল পাকিস্তান৷ টপকাতে না পারলেও ভারতের সঙ্গে একাসনে বসে যুগ্মভাবে রেকর্ড ভাগ করে নিল পাকিস্তানের ক্রিকেটার দল৷
টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ইনিংসে ব্যাটিং অর্ডারের প্রথম চার জন ব্যাটসম্যানের সেঞ্চুরি করার রেকর্ড ছিল একা ভারতের৷ ২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দীনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর শতরান করেছিলেন৷ করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রথম চার জন ব্যাটসম্যান সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার সেই নজির ছুঁয়ে ফেলে৷ অর্থাৎ, টেস্টের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার একই ইনিংসে কোনও দলের প্রথম চার জন ব্যাটসম্যান শতরান করলেন৷
তফাৎ একটাই, ভারতের চার ব্যাটসম্যান টেস্টের প্রথম ইনিংসে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন৷ এক্ষেত্রে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি ও বাবর আজম৷
শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের হয়ে ওপেন করতে নেমে দীনেশ কার্তিক ১২৯ রান করে আউট হন৷ অপর ওপেনার জাফর ১৩৮ রান করে অবসৃত হন৷ রাহুল দ্রাবিড় ১২৯ রান করে ক্রিজ ছাড়েন৷ সচিন তেন্ডুলকর অপরাজিত থাকেন৷ সেই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন মহেন্দ্র সিং ধোনিও৷ তিনি ৫১ রান করে অপরাজিত ছিলেন৷ ভারত ইনিংস ডিক্লেয়ার করেছিল ৩ উইকেটে ৬১০ রান তুলে৷
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে শান মাসুদ ১৩৫, আবিদ আলি ১৭৪ ও আজহার আলি ১১৮ রান করে আউট হন৷ বাবর আজম অপরাজিত থাকেন ব্যক্তিগত ১০০ রানে৷ পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তোলে ৩ উইকেটে ৫৫৫ রান৷
আজকের বাজার/আরিফ