ভারতের লক্ষ্য হোয়াইটওয়াশ

দুই ম্যাচ বাকী রেখে প্রথম তিন টি-২০ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী ভারত। তাই পাঁঁচ ম্যাচের সিরিজটি এখন নিয়মরক্ষার। তারপরও সিরিজের শেষ দু’ম্যাচে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় ভারত। তবে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া নিউজিল্যান্ড। এমন লক্ষ্য নিয়েই আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১টায় সিরিজের চতুর্থ টি-২০তে মুখোমুখি হচ্ছে দু’দল।

অকল্যান্ডে সিরিজের প্রথম দু’ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নেয় ভারত। প্রথম টি-২০তে ৫ উইকেট ২০৩ রান করে জয়ের স্বপ্ন দেখছিলো নিউজিল্যান্ড। কিন্তু নিউজিল্যান্ডকে জয় বঞ্চিত করেন ভারতীয় ব্যাটসম্যানরা। লোকেশ রাহুলের ৫৬, বিরাট কোহলির ৪৫ ও শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৫৮ রানে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা নয়, বোলারদের পারফরমেন্সে সিরিজে ডাবল লিড পায় ভারত। ভারতীয় বোলারদের নৈপুণ্যে ঐ ম্যাচে ৫ উইকেটে মাত্র ১৩২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ১৩৩ রানের টার্গেট ১৫ বল বাকী রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত। ফলে ২-০ ব্যবধানে লিড নেয় টিম ইন্ডিয়া।

তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে ভারতের, আর সিরিজে টিকে থাকার লড়াই ছিলো নিউজিল্যান্ডের। এমন টান-টান অবস্থায় ম্যাচটি উত্তেজনাও ছড়ায়। নির্ধারিত ২০ ওভারে দু’দলের স্কোর ছিলো সমান ১৭৯ রান করে। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে।

সেখানে রোমাঞ্চ ছড়ায় নিউজিল্যান্ড-ভারত। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৭ রান করে কিউইরা। জবাবে প্রথম ৪ বলে ৮ রান তুলে টিম ইন্ডিয়া। শেষ দুই বলে জিততে ১০ রান দরকার পড়ে ভারতের। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির শেষ দুই বলে দু’টি ছক্কা মেরে ভারতকে রোমাঞ্চিত জয় এনে দেন ওপেনার রোহিত শর্মা। এমন রোমাঞ্চিত জয়ে সিরিজ নিজেদের করে নেয় বিরাট কোহলির দল।

সিরিজ জিতলেও, জয়ের ধারায় থাকতে চান ভারতের রোহিত, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিলো সিরিজ জয়। তৃতীয় ম্যাচটি ছিলো দুর্দান্ত। ম্যাচ জয়ের আশা করিনি। তবে পেসার মোহাম্মদ সামিই আমাদের জয়ের পথ তৈরি করেন। এজন্য সামিকে কৃতিত্ব দিতে হবে। সিরিজ নিশ্চিত হওয়ার পর এখন আমরা শেষ দু’ম্যাচেও জিততে চাই।’

এদিকে, সিরিজ হারলেও প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘সুপার ওভারে আমাদের ভাগ্য ভালো নয়। শেষ ম্যাচটিতে আমাদের জয় পাওয়া উচিত ছিলো। তবে এখন আমরা নতুনভাবে শুরু করবো। শেষ দু’ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শারদুুল ঠাকুর।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কুগিলিজেন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর ও ব্লেয়ার টিকনার।

আজকের বাজার/লুৎফর রহমান