ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি করার ব্যাপারে নয়াদিল্লীর কাছ থেকে আবারো প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

আজ সোমবার বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এর আগে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা পুনর্বাসনে মিয়ানমারের সঙ্গে কাজ করছে ভারত। তাদের জন্য দ্বিতীয় দফা মানবিক সহায়তা শিগগিরই কক্সবাজারে পৌঁছাবে।

এস/