মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করবে।
১৮ অক্টোবর বুধবার ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন টিলারসন। আগামী সপ্তাহে তার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।
দক্ষিণ চীন সাগরে কৃত্তিমভাবে নির্মিত দ্বীপমালার জন্য চীনের তীব্র সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, তার দেশ আইন ভিত্তিক নিয়ম-শৃঙ্খলার জন্য চীনের চ্যালেঞ্জ গ্রহণ করা থেকে নিজেকে সরিয়ে নেবে না।
ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণে সহযোগিতা করার মাধ্যমে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন টিলারসন।
যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য আরও অংশীদারিত্ব সম্প্রসারণের উপায় খুঁজে নেয়াকে নাটকীয়ভাবে গভীর করতে ট্রাম্প প্রশাসন দৃঢ় সংকল্পবদ্ধ বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র : এনএইচকে
আজকের বাজার : এমএম / ১৯ অক্টোবর ২০১৭