ভারতের জন্য প্রাথমিকভাবে সময়সীমা নির্দিষ্ট করল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ নির্ধারিত সময়সীমার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সবুজ সংকেত না মিললে নতুন করে পরিকল্পনা করবে পিসিবি৷
আগামী বছর সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ৷ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হবে টি-২০ ফর্ম্যাটে৷ পাকিস্তানের মাটিতে খেলা বলেই ভারতের এশিয়া কাপে অংশ নেওয়া ঘোর অনিশ্চিত৷ অথচ ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট সফল হওয়া সম্ভব নয়৷ অন্তত বাণিজ্যিক দিক দিয়ে আয়োজক পিসিবি বিপুল ক্ষতির মুখে পড়বে নিশ্চিত৷
একারণেই পিসিবি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে চায়৷ নিতান্ত ভারত রাজি না হলে শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা করার কথা ভাববে পাক ক্রিকেট বোর্ড৷ বলাবাহুল্য, নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ আয়োজন ছাড়া আর কোনও বিকল্পই হাতে থাকবে না পিসিবি’র৷
লাহোরে শ্রীলংকার টিম বাসে সন্ত্রাসবাদী হামলার পর থেকে এক দশক হয়ে গেল পাক ভূ-খণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট হয়না৷ পিসিবি চেষ্টায় ত্রুটি রাখেনি৷ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও এবার শ্রীলংকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন করে ক্রিকেটবিশ্বে পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করতে চাইছে পাক বোর্ড৷ তবে এত সহজে যে চিঁড়ে ভিজছে না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা৷
আন্তর্জাতিক তারকারা নিরাপত্তর সঙ্গে আপোশ করতে রাজি না হওয়ায় কার্যত ক্লাব স্তরের দলের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে৷ এখনও পর্যন্ত নিজেদের ঘরোয়া টি-২০ লিগ পিএসএলের সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি তারা৷ এই পরিস্থিতিতে ভারত যদি পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি হয়, তবে বাকিদের রাজি করাতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় পাক বোর্ডের৷ তবে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা যে সহজ হবে না, সেটা বুঝেই বিকল্প পথের দরজা খুলে রাখছে এহসান মানিরা৷
আজকের বাজার/লুৎফর রহমান