ভারতের সাথে থাকা সম্পর্কে বাংলাদেশ কোনোভাবে টানাপোড়েন চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বলেছেন, কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে রেখে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আসন্ন জাতীয় সম্মেলনে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে তাদের দলকে নতুনভাবে সংস্কার করা হবে।
তিনি জানান, আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে তেমন উল্লেখযোগ্য কোনো বিদেশি অতিথি থাকবেন না। ‘তবে, ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের দাওয়াত দেয়া হবে।’