রোহিত শর্মা ও বিরাট কোহলির সেঞ্চুরির পর বড় স্কোর দাঁড় করিয়ে স্বস্তিই কাজ করছিল ভারতের মনে। তবে নিউজিল্যান্ডের লড়াকু মানসিকতায় হারের শঙ্কাও একটু হলেও উঁকি দিচ্ছিল স্বাগতিকদের। তবে নাটকীয় ম্যাচে ৬ রানের কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির দল।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারালেও এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দুজনে যোগ করেন ২৩০ রান। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় দলের অন্যদের বড় ভূমিকা রাখার প্রয়োজনই পড়েনি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারানো ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৩৭ রান। কিউইদের পক্ষে টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং মিচেল স্যান্টনার দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যক্তিগত ১০ রানের মাথায় মার্টিন গাপটিল ফিরে গেলেও কলিন মুনরো ও অধিনায়ক ন্যান উইলিয়ামসন দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। ৪৪ রানে প্রথম উইকেট হারানোর পর সফরকারীরা দ্বিতীয় উইকেট হারায় ১৫৩ রানে। মুনরো (৭৫) এবং উইলিয়ামসনের (৬৪) বিদায়ের পর দলের হাল ধরেন রস টেলর ও কলিন ডি গ্র্যান্ডহোম। তবে এই দুজনকে হারানোর পর রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে যায় নিউজিল্যান্ড। ৩ উইকেট হাতে রেখেও শেষদিকে ৬ রানের কমতি আফসোসের আগুনে পোড়া কিউইদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে সিরিজটিও।
ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ তিনটি এবং যুবেন্দ্র চাহাল দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা, সিরিজ সেরা হয়েছে স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে পরপর দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি হাতছাড়া করেনি ফর্মে থাকা স্বাগতিক দল ভারত।
আজকের বাজার: সালি / ৩০ অক্টোবর ২০১৭