ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। খবর ইউএনবি।
গত জুনে কিডনি ও মূত্রনালীর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাজপেয়ী। এছাড়া দীর্ঘদিন ধরেই তার একটি কিডনি অচল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তার স্মৃতিশক্তিও অনেকটা লোপ পায়।
বাজপেয়ী পামাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিবেশের জন্ম দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনিই প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার অংশ হিসবে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে সমঝোতা ও শান্তি প্রক্রিয়া শুরু করেন।
১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিন বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অটল বিহারী বাজপায়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব পালন করেন তিনি।
আজকের বাজার/এমএইচ