মেহরাজ মোর্শেদ : লিঙ্গ বৈষম্য ঘুচাতে ভারতীয় সেনাবাহিনীতে নারীদের অন্তর্ভুক্তির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সে অনুযায়ী প্রাথমিকভাবে সামরিক পুলিশ বিভাগে নারীদের নিয়োগ করা হবে।
এজন্য প্রতি বছর ৫২ জন করে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। এভাবে মোট ৮০০ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে ইন্ডিয়ান টাইমস সূত্রে জানানো হয়েছে।
চলতি বছরেই ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত দেশটির সেনাবাহিনীতে নারী জওয়ানদের নিয়োগের কথা জানিয়েছিলেন। সামরিক পুলিশে নিয়োগের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে অপরাধ দমনে সুবিধা হবে বলে জানান তিনি।
আজকের বাজার : এমএম / ৯ সেপ্টেম্বর ২০১৭