ভারতের সেরা অভিনেত্রী ঘোষিত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী।
শুক্রবার ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণাকালে শ্রীদেবীকে এ স্বীকৃতি দেয়া হয়।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার জন্য গঠিত জুরি বোর্ডে নেতৃত্ব দেন পরিচালক শেখর কাপুর। অন্য সদস্যরা হলেন ইমতিয়াজ হুসেন, মেহবুব, দক্ষিণী অভিনেত্রী গৌতমী তাডিমাল্লা, কন্নড় পরিচালক পি শেশাদ্রি, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, রঞ্জিত দাস, রাজেশ মাপুস্কার, ত্রিপুরারি শর্মা ও রুমি জাফরি।
আজকের বাজার/আরজেড