ভারতের দিল্লীর পশ্চিমাঞ্চলের একটি গ্রামে গত দুই দিনে ৪০ টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর সিনহুয়া’র।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার দিল্লীর পশ্চিমে ঘুম্মানহেরা গ্রামের বড়ো একটি খামার থেকে গরুগুলোর মৃত্যুর খবর পাওয়া গেছে। হঠাৎ করে গরু মারা যাওয়ার কারণ অনুসন্ধানে কাজ চলছে। গ্রামবাসি মহামারি আকারে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ।
দিল্লী পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পশু চিকিৎসক গরুর মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্তসহ বিভিন্ন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
গ্রামবাসিরা জানায়, ২০ একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত গরুর খামারটি ১৯৯৫ সালে তার যাত্রা শুরু করে। খামারটিতে প্রায় ১৪ শ’ গরু দেখা শোনার জন্য ২০ জন কর্মী নিয়োজিত রয়েছে। এসব গরুর অধিকাংশই পরিত্যাক্ত।
আজকের বাজার/একেএ