ভারত স্কাউটস ও গাইডের উদ্যোগে ৪ থেকে ১০ জানুয়ারি, ভারতের রাজস্থানের পালিতে ‘১৮তম ন্যাশনাল জাম্বুরী’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন থেকে গাইড, গাইডার, জেলা গাইড সেক্রেটারি ও কমিশনারসহ ১৩ সদস্যের একটি দল ১৮তম ন্যাশনাল জাম্বুরীতে অংশগ্রহণ করবে। সার্কভুক্ত দেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ এই জাম্বুরিতে অংশগ্রহণ করবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান