সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
ভারতে অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৬
প্রকাশিত - নভেম্বর ২০, ২০১৮ ৮:৩৩ পিএম
ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর অস্ত্রাগারে একটি কামানের গোলা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের ওয়ার্ধায় এ দুর্ঘটনা ঘটে।
এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, গোলাটি নিস্ক্রিয় করার উদ্দেশে নামানোর সময় হঠাৎ সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পালগাও অস্ত্রাগারের একটি খোলা জায়গায় কামানের গোলাগুলো নেয়া হয়েছিল। সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে ২০১৬ সালে পালগাওয়ে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.