করোনাভাইরাসের কারণে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞার ফলে ভারতে আটকা পড়া বিদেশি নাগরিকরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতীয় মন্ত্রণালয় জানায়, অনলাইনে আবেদন করার পর আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে থাকতে পারবেন বিদেশিরা।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ফলে যেসব বিদেশি নাগরিক ভারতে আটকা পড়েছেন তাদের কনস্যুলার পরিষেবা প্রদান করছে দেশেটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বড় সংখ্যক বাংলদেশি নাগরিকও ভারতে আটকা পড়েছেন, যাদের খুব শিগগিরই একটি বিশেষ বিমানের মাধ্যমে ফেরত পাঠানো হতে পারে। সূত্র্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার