ভারতে আটকে গেল সাইফ

ভারতে ব্যর্থ টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে ক্রিকেটাররা। তবে বাকিরা দেশে ফিরলেও ফিরতে পারেননি সাইফ হাসান। ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটকে আছেন এ ক্রিকেটার।

প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন সাইফ। প্রথম টেস্টে একাদশে জায়গা পাননি। এরপর দ্বিতীয় টেস্টে সাইফের অভিষেক হওয়ার সম্ভাবনা থাকলেও টেস্ট শুরু হওয়ার আগেই ইনজুরিতে পড়েন তিনি। তবে ইনজুরিতে সাইফ ম্যাচ থেকে ছিটকে গেলেও তাকে কলকাতায় রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

২৫ নভেম্বর সাইফ, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেনের ফ্লাইটের ব্যবস্থা করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাইফের ভিসার মেয়াদ শেষ হয় ২৪ নভেম্বর। ফলে বাকি তিনজন দেশে ফিরলেও নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় তাকে। মেয়াদোত্তীর্ণ ভিসার কারণে বাংলাদেশ বিমানের বোর্ডিং থেকে ফিরিয়ে দেওয়া হয় সাইফকে। দুই দিন ধরে তিনি কলকাতাতে আটকে আছেন। ভিসার মেয়াদ বাড়িয়ে তাকে ফেরানোর চেষ্টা করছে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

এর আগে, সাইফ ৮ নভেম্বর টেস্ট খেলতে ভারত যান। কিন্তু তার ভিসা করানো হয়েছিল আরও আগে। বিসিবি একাদশের হয়ে বিদর্ভের বিপক্ষে খেলতে গত জুনে তিনি ভারত গিয়েছিলেন। সাইফের ভিসার মেয়াদ যে ফুরিয়ে যাচ্ছে তা টিম ম্যানেজমেন্টের নজরেই আসেনি। ফলে ম্যানেজমেন্টের এমন ভুলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তরুণ এ ক্রিকেটারকে।

আজকের বাজার/আরিফ