ভারতে উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের একটি পাহাড়ি রাস্তায় শনিবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত দশজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের শিমলা জেলার টিউনি সড়কে। দেশটির পুলিশ বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, এসইউভি(স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল)’র একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে তিন নারীসহ দশজন নিহত হয়। গাড়িতে ১৩ আরোহী ছিল। দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ