ভারতে ২৪ ঘন্টায় নতুন করে ৬৭ হাজার ১৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৪ হাজার। আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন করোনামুক্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, করোনায় একদিনে ১০৫৯ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৯ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যুর হার ১.৮৪ শতাংশ। মোট আক্রান্তের ২১.৮৭ শতাংশ অর্থাৎ ৭ লাখ ৭ হাজার ২৬৭ জন চিকিৎসাধীন। ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৫১২ জনের টেস্ট করা হয়েছে, এদের মধ্যে মঙ্গলবার ৮ লাখ ২৩ হাজার ৯৯২ জনের টেস্টহয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান