ভারতে আজ সর্বোচ্চ সংখ্যক ৭৭ হাজার ২৬৬ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার রেকর্ড করা হয়েছে। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৫শ’ জনে পৌঁছেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের কারণে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭ জনসহ মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৫২৯ জনে পৌঁছেছে।
সুস্থ হওয়ার হার বেড়ে ৭৬.২৮ শতাংশ এবং করোনাভাইরাসে মৃত্যুর হার কমে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।
ভারতের কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা গত ৭ আগস্ট ২০ লাখ এবং গত ২৩ আগস্ট ৩০ লাখ ছাড়িয়েছে।
দেশের নয়টি রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। ভারতে করোনায় যত লোক মারা গেছে তাদের মধ্যে গত দুই সপ্তাহে ৮৯ শতাংশ প্রাণ হারিয়েছে।
সবচেয়ে দুর্গত রাজ্যগুলো হলো- মহারাষ্ট্র, তামিলনাড়–, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর।
দক্ষিণ এশিয়ার জনবহুল দেশটিতে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি অব্যাহত থাকার প্রেক্ষিতে ভারত ‘কার্যকরভাবে করোনাভাইরাস মহামারী মোকাবেলার’ জন্য শনাক্তকরণ পরীক্ষা বৃদ্ধি করেছে।
সরকারি সূত্র জানায়, রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সহযোগিতায় কেন্দ্র ‘টেস্ট-ট্র্যাক-ট্রিট’ নীতির অধীনে শনাক্তকরণ পরীক্ষা অবকাঠামো বৃদ্ধি করেছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানায়, ২৭ আগস্ট পর্যন্ত মোট ৩ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৮ শ’ ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, দিল্লী রাজ্য সরকার কোভিড-১৯ আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধির পর কার্যকরভাবে মহামারী মোকাবেলার লক্ষ্যে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা প্রতিদিন ২০ হাজার থেকে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে।