প্রায় প্রতিদিনই করোনার রেকর্ড সংক্রমণ দেখছে ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ১৬ হাজার নতুন রোগী, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। ফলে ৬৬ লাখ নমুনা পরীক্ষায় পজেটিভ ৪ লাখের বেশি মানুষ।
শনিবার প্রাণ গেছে ৩শ’র বেশি মানুষের। মোট মৃত্যু ছাড়িয়েছে ১৩ হাজার। এদিন ২৪ ঘণ্টার হিসেবে রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, অন্ধ্র প্রদেশ। যদিও আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সংক্রমণ সোয়া লাখ ছাড়িয়েছে রাজ্যটিতে, মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ।
ফেব্রুয়ারিতে ভারতে কোভিড নাইনটিন প্রথম শনাক্তের পর আক্রান্তের সংখ্যা লাখ ছুঁয়েছিল ১০৯ দিনে। আর এখন প্রতি আটদিনে সংক্রমিত হচ্ছেন এক লাখের বেশি মানুষ।