ভারতে একদিনে ৫ হাজার ৫০ জনের করোনা শনাক্ত

ভারতে একদিনে ৫ হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এখন প্রায় ৯৫ হাজার। এছাড়া, ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫৪ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজারেরও বেশি।

এদিকে, বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া ২০ লাখ শ্রমিক এখনো দেশটির নানা প্রান্তে আটকা পড়ে আছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এরই মধ্যে করোনা সংক্রমণ নিয়ে নিরপেক্ষ তদন্তের বিষয়ে একশোরও বেশি দেশের সঙ্গে সমর্থন দিয়েছে ভারত।

করোনাভাইরাস রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বিত ‘আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিক্রিয়া’ নিয়ে নিরপেক্ষ, স্বাধীন ও ব্যাপক মূল্যায়নের জন্য এই তদন্তে সায় দিল দেশটি।

করোনা মহামারি রোধে আরও কার্যকর পদক্ষেপ নেয়া উচিত ছিল কিনা বা প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য আরো কোনো নির্দেশনা দিতে পারত কিনা তাই খতিয়ে দেখা হবে তদন্তে । এর আগে রবিবার লকডাউনের মেয়াদ ৩১শে মে পর্যন্ত বাড়ানো হয় ভারতে।