ভারতের মহারাষ্ট্রের জালগাঁ জেলায় এসইউভি বাহনের সাথে একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছে। সোমবার পুলিশ কর্মকর্তা একথা জানান। তিনি আরো জানান, বালু নারায়ণ চৌধুরী ও তার পরিবারের সদস্যরা মহারাষ্ট্র থেকে প্রায় ৪শ’কিলোমিটার দূরে চোপড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর তাদের চিনচোল গ্রামে ফিরে আসার সময় রোববার রাত ১১টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ফয়েজপুর থানার ওই পুলিশ কর্মকর্তা জানান, বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাক ইয়াভাল তাহসিলের হিনগোলা গ্রামের কাছে চোপড়া-ফয়েজপুর সড়কে এসইউভি’র সাথে ধাক্কা খায়। তিনি জানান, এতে এসইউভিতে থাকা চৌধুরী, তার স্ত্রী ও অপর আটজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। কর্মকর্তা আরো জানান, ওই গাড়িতে থাকা অপর সাতজন মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে জালগাঁর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জানান, হতাহতরা মুক্তাই তাহসিলের চিনচোল ও মেহুল গ্রামের বাসিন্দা। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান