বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়েছে। শনিবার একদিনে ১১৬ জন এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। এর আগেরদিন শুক্রবার ২৪ ঘণ্টায় মারা যান ৯৬ জন।
এদিকে দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৩ জন।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ১০৯ জন মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৩৯ জনে। মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৮ জন।
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মের পর থেকে আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।