ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার ২০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনের হিসাবে এদিন আক্রান্তের সংখ্যা এক লাফে ৬০ হাজার এবং মৃতের সংখ্যা ৯শ’ অতিক্রম করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২০ লাখ ৩০ হাজার এবং মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে। তবে, অনেক বিশেষজ্ঞ ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সরকারি এ পরিসংখ্যানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেছেন, দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।