ভারতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৮৯ লাখ ছাড়িয়ে গেছে। সুস্থ হয়েছে ৮৩ লাখেরও বেশি লোক। দেশব্যাপী সুস্থতার হার ৯৩. ৫২ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বুধবার এ খবর জানা গেছে।
ভারতে এ পর্যন্ত ৮৯ লাখ ১২ হাজার ৯০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬১৭ জন। নতুন ৪৭৪ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ জন।
বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৫ লাখেরও কম। এ সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৮০৫ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৩ লাখ ৩৫ হাজার ১০৯ জন। সুস্থতার হার ৯৩.৫২ এবং মৃুত্যুহার ১.৪৭ শতাংশ।