ভারতে মহামারি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা শনিবার ১ কোটি ছাড়িয়ে গেছে। বিশ্বে এ সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
তবে আশার কথা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহ গুলোতে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের হার অনেক হ্রাস পেয়েছে। সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেল।
এদিকে ভারতে ৯৬ লাখ মানুষ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জন প্রাণ হারিয়েছে।