করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার মুম্বাইয়ের কাসতুরবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহারাষ্ট্রের বাসিন্দা ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ পর্যন্ত মহারাষ্ট্রে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হলেও এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার দিল্লির রামলোহিয়া হাসপাতালে মারা যান ৬৮ বছরের এক বৃদ্ধা। এছাড়া গত বৃহস্পতিবার কর্ণাটকে মারা যান ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি সৌদি আরব থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হন।
ভারতে সবশেষ পাওয়া তথ্যানুযায়ী একশ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ জন। বিশ্বের একশ ৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার একশ ৬৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০ জন।
আজকের বাজার/শারমিন আক্তার