ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মাত্র ১৬ দিন আগে দেশটিতে সংক্রমিত লোকের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছিল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। একদিনে দেশটিতে ৬৯ হাজার ২৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জন।
নতুন করে মারা গেছে আরো ৯১২ জন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৬ জন। তবে মৃত্যু হার কমে হয়েছে ১.৮৬ শতাংশ।
গত ৬ আগস্ট দেশটিতে সংক্রমিত লোকের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছিল।