ভারতে করোনাভাইরাসে আজ বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জন এবং দেশব্যাপী আক্রান্তের সংখ্যা ৫,১৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।
মোট আক্রান্তদের মধ্যে ৪০১ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ছাড়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ৪,৬৪৩ জন। আক্রান্তদের মধ্যে ৭০ জন বিদেশী রয়েছেন।
সকাল ৯ টায় মন্ত্রণালয়ের আপডেটেড খবরে বলা হয়,মঙ্গলবারের হিসাবের পর থেকে নতুন করে ২৫ জন মারা গেছে।এদের মধ্যে ১৬ জন মহারাষ্ট্রে; দিল্লী, পশ্চিমবঙ্গ,হরিয়ানা এবং তামিলনাড়–তে ২ জন করে ও মধ্যপ্রদেশে ১ জন মারা গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় সবচেয়ে বেশী মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে, সেখানে ৬৪ জন মারা গেছে ,এর পরে গুজরাট ও মধ্যপ্রদেশে ১৩ জন করে এবং দিল্লীতে ৯ জন মারা গেছে। তেলেঙ্গানা,পাঞ্জাব ও তামিলনাড়–তে ৭ জন করে মারা গেছে। পশ্চিমবঙ্গে ৫ জন, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে ৪ জন করে মারা গেছে। উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে ৩ জন করে মারা গেছে। জম্মু-কাশ্মীর ও কেরালায় ২ জন করে ; বিহার, হিমাচল প্রদেশ ও উড়িষ্যায় ১ জন করে মারা গেছে।