ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৯ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৪১২ জনে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
আক্রান্তের মধ্যে ৫০৩ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। মন্ত্রনালয় জানায়,বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নতুন করে আরো অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
এই ৩০ জনের মধ্যে মহারাষ্ট্রে মারা গেছে ২৫ জন, দিল্লীতে ৩ জন, গুজরাট ও ঝাড়খন্ডে ১ জন করে মারা গেছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে, এই রাজ্যে মৃতের সংখ্যা ৯৭ জন, এরপরে গুজরাটে ১৭ জন, মধ্যপ্রদেশে ১৬ জন এবং দিল্লীতে ১২ জন।
পাঞ্জাব ও তামিলনাড়–তে ৮ জন করে, তেলেঙ্গানায় ৭ জন মারা গেছে। পশ্চিমবঙ্গ ও কর্নাটকে ৫ জন করে, অন্ধ্র প্রদেশ,জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশে ৪ জন করে মারা গেছে। হরিয়ানা ও রাজস্থানে ৩ জন করে মারা গেছেন। কেরালা,বিহার,হিমাচল প্রদেশ,উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যে ১ জন করে মারা গেছে। আক্রান্তদের মধ্যে ৭১ জন বিদেশী নাগরিক।