ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত এবং ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৪৯৩ জনে এবং মোট ৪ লাখ ৩০ হাজার ৭৩২জনের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য্র মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, ভারতে পরপর ৪৮ দিন সংক্রমণের সংখ্যা দৈনিক ৫০ হাজারের নিচে রয়েছে। মোট আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৭৩ জনে, যা মোট আক্রান্তের ১.২১ শতাংশ। গত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৪৬ জন। শুক্রবার ২২ লাখ ২৯ হাজার ৭৯৮ জনের কোভিড টেস্ট হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান