ভারতে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে ২৭৯ জনের মৃত্যু এবং ৯ হাজার ৯৮৫ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৪৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২লাখ ৭৬ হাজার ৫৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং যুক্তরাজ্যের পরে করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্থ পঞ্চম দেশ ভারত। জনস হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়।
মন্ত্রনালয় জানায়, আক্রান্তের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ২০৫ জন করোনামুক্ত হয়েছে। করোনামুক্ত হওয়া রোগীর সংখ্যা শতকরা ৪৮.৯৯ ভাগ। আক্রান্তদের মধ্যে বিদেশী নাগরিকও রয়েছে।
নতুন কওে মৃত ২৭৯ জনের মধ্যে ১২০ জন মহারাষ্ট্রে, ৩৩ জন গুজরাটে, ৩১ জন দিল্লীতে, ২১ জন তামিলনাড়–তে ১৮ জন উত্তর প্রদেশে, ১১ জন তেলেঙ্গানায়, ১০ জন পশ্চিম বঙ্গে, ৯ জন রাজস্থানে, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় ৬ জন করে ,জম্মু ও কাশ্মীরে ৩ জন, পাঞ্জাব, কর্নাটক,ছত্তিশগড় ২ জন করে এবং বিহার, ঝাড়খন্ড ও ত্রিপুরায় ১ জন করে মারা গেছে।