ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ লাখ ৫৮ হাজার ৪৮৩ জন। এরমধ্যে নতুন করে আরো ৪৫ হাজার ৫৭৬ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮৩ লাখেরও বেশি। দেশব্যাপী সুস্থতার হার ৯৩. ৫৮ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এ খবর জানা গেছে।
দেশটিতে করোনায় নতুন করে আরও ৫৮৫ জন মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৮৭ জন।
দেশটিতে গত ৯ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৩০৩ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮৩ লাখ ৮৩ হাজার ৬০২ জন। সুস্থ্যতার হার ৯৩.৫৮ এবং মৃত্যুহার ১.৪৭ শতাংশ।