ভারতে শনিবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় শনিবার সকালে আরো দু’টো মৃত্যুর খবর জানিয়েছে। এর একটি মহারাষ্ট্র ও অপরটি মধ্যপ্রদেশে। এছাড়া যে ৮৭৩ জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৪৭ জন বিদেশী রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেয়া উপাত্ত থেকে আরো জানা গেছে, কোভিড ১৯-এ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে এ সংখ্যা ১৮০ এবং এদের মধ্যে তিনজন বিদেশী। এরপরই কেরালায় সবচেয়ে বেশি সংখ্যক লোক আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ১৭৩ এবং এদের মধ্যে আটজন বিদেশী রয়েছে। কর্ণাটকে ৫৫ এবং তেলেঙগানায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। উত্তরপ্রদেশে ৪৫ এবং দিল্লীতে ৩৯ জন আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গে ১৫ এবং তামিলনাড়ুতে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের উপাত্তে বলা হয়েছে। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত মঙ্গলবার মধ্যরাত থেকে পুরো দেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছেন। যা এখন কার্যকর রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান