ভারতে নতুন করে রেকর্ড পরিমাণ লোক করোনায় আক্রান্ত হয়েছে। গত ছয় দিন ধরে প্রতিদিন ২০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখেরও বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় আরো বলছে, করোনায় নতুন করে মারা গেছে ১৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৫৬ জন। সংক্রমনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮৩১ জন।
উল্লেখ্য, ভারতে গত ২০ ডিসেম্বর ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ছিল ২৬ হাজার ৬২৪ জন। এর পর থেকে সংক্রমণ কমে আসলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে।