ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে।
মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৮৮ লাখ ৫৫ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আরও ৪৯ হাজার ৮৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং গত ২৪ ঘণ্টায় ৫১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৫২৭ জন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে শপিং-কমপ্লেক্স, ব্যবসা-বাণিজ্য, পাতাল রেল ও সিনেমা হল খুলে দেয়ার পর ভারতে করোনাভাইরাসে এক দিনে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের আশপাশে রয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক এবং স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়ার হুঁশিয়ারি দিয়েছেন।