ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার ১০ লাখ ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার এ দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কর্তৃপক্ষ লড়াই করে যাচ্ছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে এবং ২৫ হাজার ৬০২ জন প্রাণ হারিয়েছে।
এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে লকডাউন শিথিল করার পর দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দেশব্যাপী ফের লকডাউন আরোপ করা হচ্ছে।