ভারতে ৬ মাস ধরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এনডিভির খবর।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই তরুণীকে (১৫) এ বছরের জানুয়ারিতে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে যুবকটি। পরে সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ক্রমাগত চলতে থাকে ধর্ষণ।
সম্প্রতি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পুলিশের কাছে অভিযোগ দেয় কিশোরীর পরিবার।
এ ঘটনায় আবার তোলপাড় শুরু হয়েছে ভারতে। নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।
আজকের বাজার/একেএ