ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোভিড- ১৯ চিকিৎসা কেন্দ্রে আগুন লেগে অন্তত সাত জন প্রাণ হারিয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা এ খবর জানান।
রাজ্যের ভিজ্জয়বাদা জেলায় একটি হোটেলকে কোভিড -১৯ চিকিৎসা কেন্দ্রে রূপ দেয়া হয়। আগুন লাগার পর সেখান থেকে প্রায় ২০ জনকে নিরাপদে সরিয়ে অন্য হাসাপাতালে নেয়া হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলছেন, শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেছেন, আমি আহতদের দ্রুত আরোগ্যলাভের জন্যে প্রার্থণা করছি। এছাড়া বিরাজমান পরিস্থিতি নিয়ে আমি অন্ধ্রপ্রদেশের মূখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।
চলতি সপ্তাহে ভারতে এটি এ ধরণের দ্বিতীয় দুর্ঘটনা। গুজরাটে বৃহস্পতিবার একটি কোভিড- ১৯ হাসপাতালে আগুন লেগে ৮ জন মারা গেছে।