ভারতে উত্তেজিত জনতার গণপিটুনিতে পাঁচজন নিহত হয়েছে। পুলিশ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, স্মার্ট ফোনে শিশু অপহরণ, চুরি বা যৌন হয়রানির গুজব ছড়িয়ে এই পর্যন্ত ২৫ জনেরও বেশি লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সর্বশেষ রোববার ভারতের মহারাষ্ট্রের মুম্বাই থেকে দুই শ’ পাঁচ মাইল দূরে ধূলে জেলায় স্থানীয়রা একটি শিশুর সঙ্গে আটজনকে কথা বলতে দেখলে এই ঘটনা ঘটে।
ধূলে থানার পুলিশ প্রধান এম রামকুমার এএফপিকে জানান, রোববার একটি বাজারে এক শিশুর সঙ্গে কয়েকজনকে কথা বলতে দেখলে স্থানীয়দের সাথে তাদের বিতন্ডা শুরু হয়। তাদেরকে অপহরণকারী সন্দেহে স্থানীয়রা গণপিটুনি শুরু করে।
এর মধ্যে তিনজন পালিয়ে যায় এবং অপর পাঁচজনকে টেনে স্থানীয় কাউন্সিল কার্যালয়ে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং অপর বারো জন পলাতক রয়েছে।
নিহতরা ঘটনাস্থল থেকে ৪শ’ ৫০ কিলোমিটার দূরে একই রাজ্যের সোলাপুর জেলার বাসিন্দা।
আরজেড/