এশিয়া মহাদেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আর সারাবিশ্বে আক্রান্তের সংখ্যার তালিকায় ভারত ১১তম। রোববার সন্ধ্যায় এই রিপোর্ট পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৬৭৪। কিন্তু দেশটিতে মৃত্যুর সংখ্যা তূলনামূলক কম।
এখন পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু তিন হাজার ৮৯৯ জন। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজের তথ্য অনুযায়ী, সেখানে প্রতি লাখে করোনা আক্রান্তের সংখ্যা সাত দশমিক এক শতাংশ। শনিবার ভারতে একদিনে ছয় হাজার ৬২৯ জনের করোনা পজেটিভের খবর পাওয়া গেছে। যা এখন পর্যন্ত একদিনে করোনা সংক্রমণের নিরিখে রেকর্ড। গত চারদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ হাজারের বেশি।
তবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা না কমলেও সুস্থ হওয়ার হার বাড়ছে।
এদিকে ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৪৬ জন। সুস্থ হয়েছেন মোট ৫৪ হাজার ৭২৯ জন। তবে ২৪ ঘন্টায় ভারতের নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৯৬ জন ও মারা গেছে নতুন করে ৩৩ জন।