ভারতে গরু জবাই করায় মুসলিম যুবক খুন!

ভারতের মধ্যপ্রদেশের সানতা জেলায় গরু জবাই করার অভিযোগে রিয়াজ নামে একব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে শাকিল নামে আরও একজন।

গত বৃহস্পতিবার রাতে জেলার আমগড়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এবিপি আনন্দ।

এবিপি খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের দুজন ব্যক্তি গরুসহ অচেনা ৬ জন লোককে দেখতে পায়। ওই দুই ব্যক্তি তাদের কাছে পৌঁছানের পূর্বেই তাদের থেকে ৪ জন পালিয়ে যায়। ধরা পরে যায় শুধু রিয়াজ ও শাকিল। এসময় তাদেরকে প্রচণ্ড মারধর করা হয়। এক পর্যায় ঘটনাস্থলেই রিয়াজ মারা যায়।

খবর পেয়ে পুলিশ শুক্রবার ভোরে ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় রিয়াজ মারা গেছে এবং শাকিলের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি জবাই করা গরু ও বস্তাবন্দি মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪-৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। ঘটনার সুষ্ঠ তদন্ত চালাচ্ছে পুুলিশ।

এর আগে জানুয়ারিতেও বিহারের মুজফফরপুরে উত্তেজিত জনতা একটি ট্রাক ভাঙচুর ও চালককের মারধর করে। তাদের সন্দেহ ছিল, ওই ট্রাকে গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে।

আজকের বাজার/ এমএইচ