ভারতে গরু নিয়ে সহিংসতা, মোদির আমলেই ৯৭%

২০১০ সাল থেকে ভারতে গরু নিয়ে যতোগুলো সহিংস ঘটনা ঘটেছে তার ৯৭ শতাংশই দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে সংগঠিত হয়েছে। এমনকি মোট সংঘাতের অর্ধেকই ঘটিয়েছে বর্তমান শাসক দল বারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০১৭ সালের প্রথম ৬ মাসে গরু নিয়ে ২০টির মতো সহিংস ঘটনা ঘটেছে।

মঙ্গলবারও ভারতে গরু নিয়ে একটি সহিংসতার ঘটনা ঘটেছে। এদিন দেশটির ঝাড়খন্ড রাজ্যের একটি গ্রামে বাড়ির বাইরে মৃত গরু পাওয়ার অভিযোগে উসমান আনসারী নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে উত্তেজিত জনতা।

সম্প্রতি ইন্ডিয়া স্পেন্ড সেন্টার কন্টেন্ট অ্যানালাইসিসের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৭ বছরের তথ্যাদি বিশ্লেষণ করা হয়। সেখানে ২০১৬ সালকে সবচেয়ে খারাপ সাল বলে উল্লেখ করা হয়। কারণ সংগঠিত ঘটনাগুলোর ৭৫ শতাংশই ওই সালে সংগঠিত হওয়া। নরেন্দ্র মোদি ২০১৪ সালের মে মাসে ক্ষমতা গ্রহণ করেন।

প্রতিবেদনে মোট ৫১ শতাংশ সহিংস কর্মকাণ্ডই তুচ্ছ কারণে সংগঠিত হয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়। এর মধ্যে গরু নিয়ে ৬৩টি ঘটনায় ২৮ জন ভারতীয়’র প্রাণহানি ঘটে, তার মধ্যে ২৪ জন বা ৮৬ শতাংশই মুসলমান। আহত হয়েছে ১২৪ জন, ৫২ শতাংশ মুসলমান। সহিংস ঘটনার বেশিরভাগই ছিল গুজব বা এই জাতীয় হালকা তথ্যকে কেন্দ্র করে বলে প্রতিবেদনটিতে বলা হয়।

এর মধ্যে গরু নিয়ে মোট ৬৩টি সংঘর্ষ হয়। যার ৩২টিই ছিল শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্তৃক সংগঠিত। সারা ভারতেই বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে থাকলেও উত্তর প্রদেশে ১০টি, হরিয়ানায় ৯টি, গুজরাটে ৬টি, কর্ণাটকে ৬টি, মধ্য প্রদেশে ৪টি, দিল্লিতে ৪টি এবং রাজস্থানে ৪টি ঘটনা নথিভুক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণায় এসেছে।

আজকের বাজার: এলকে/এলকে ২৯ জুন ২০১৭