ভারতের বিহার রাজ্যে একটি ব্যক্তিগত গাড়ির টাপায় একই স্কুলের ৯ জন শিক্ষার্থী নিহত হয়। শনিবার রাজ্যের মুজাফফরপুর জেলার মিনাপুর ব্লকে এ দূর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে স্কুল শেষে শিক্ষার্থীরা যখন বের হচ্ছিল তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে।
নিহতরা সবাই আহিয়াপুর থানার ধর্মপুর মধ্য বিদ্যালয়ের শিক্ষার্থী।
আহত ২৪ জন শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।