ভারতের রাষ্ট্রিয় মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) -এর একটি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো এগারোজন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় মহারাষ্ট্র রাজ্যের নভি মুম্বাই শহরের উরানে অবস্থিত গ্যাস প্ল্যান্টে এই দুর্ঘটনাটি ঘটে।
আগুন লাগার কিছু পরেই দমকলকর্মীরা ঘটনাস্থানে পৌঁছোয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সঙ্গে জেএনপিটি (জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট) ও নভি মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরাও কাজ করে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডে হতাহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওএনজিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর তারা এই প্ল্যান্টটি থেকে গ্যাসের সাপ্লাই সরিয়ে হাজিরা প্ল্যান্টের দিকে নিয়ে গেছে। তবে গ্যাস প্ল্যান্টে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তারা। সূত্র: গাল্ফ নিউজ
আজকের বাজার/এমএইচ