ভারতের উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জনের মৃত্যু আজ ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলার মহম্মদাবাদের ওয়ালিদপুরে। জখম মানুষদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের বাইরে আনার চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর পেয়েই সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব(স্বরাষ্ট্র) অবনীশ অবস্তি জানান, মৌ-এর জেলাশাসক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এদিকে এই খবর পাওয়ার পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন।
এরপরই জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছেন। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আহতদের সরকারি খরচে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান