এখন ইলিশের প্রজনন মৌসুম। দেশে উৎপাদন বাড়াতে এই সময়টাতে মোট ২২ দিন নিষেধাজ্ঞা রয়েছে ইলিশ শিকারে। শিকার বন্ধের এই সময়টাতে ঝাঁকে ঝাঁকে উজানে যেতে শুরু করেছে দেশের জাতীয় মাছ। শুধু উজানে গিয়েই থেমে নেই, দেশের সীমানা ছাড়িয়ে ইলিশ যাচ্ছে ভারতের গঙ্গা নদীতেও।
আনন্দবাজার পত্রিকা ২১ অক্টোবর শনিবার দিয়েছে এই খবর। পত্রিকাটির খবরে বলা হয়েছে, এ যেন ভাইফোঁটার ভেট। ঝাঁকে-ঝাঁকে ইলিশ উঠছে ফারাক্কার গঙ্গায়।
এমনিতে গঙ্গায় ইলিশের দেখা বিশেষ মেলে না। তবে এ বছর পদ্মা-গঙ্গা নদীর নিমতিতার বাঁক হয়েই বাংলাদেশের ইলিশের ঝাঁক ঢুকেছে ফারাক্কায় ঢুকছে বলে দেশটির মৎস অধিদপ্তরের বরাতে খবরে বলা হয়েছে।
খবর অনুসারে গত পাঁচ দিন ধরে ফরাক্কা ব্যারাজের উজানে ১০ কিলোমিটার এলাকা জুড়ে বান ডেকেছে ইলিশের। ছোট ইলিশ থেকে শুরু করে সাতশো-আটশো গ্রাম এক-একটা। মৎস্যজীবী, পাইকার, খদ্দের মিলে রোজ সকাল থেকে গঙ্গাপাড়ে মেলা।
ইলিশের দেখা মিলতেই শতাধিক মৎস্যজীবী ধুলিয়ান, হাজারপুর, অর্জুনপুর, মহেশপুর লাগোয়া গঙ্গায় নেমে পড়েছেন। টিনের ডোঙা থেকে ফাঁস জাল ফেলতে ফেলতে যাচ্ছেন তারা নদী বেয়ে। কয়েক ঘণ্টা পরে জাল গোটাতে-গোটাতে ফিরছেন।
নিউ ফারাক্কার ব্লক অফিসের পাশেই পাইকারি মাছের বাজার। সেখানেও ইলিশের ঢল নেমেছে। মাছ ব্যবসায়ী মঞ্জুর শেখ বলেন, সাধারণ সময়ে ফরাক্কার বাজারে ইলিশের যোগান আসে বড় জোর ৫/৬ মণ মতো। গত পাঁচ দিন ধরে ১৫০ থেকে ১৮০ মণ করে আসছে। এক দিন তো ২০০ মণও ছাড়িয়ে গিয়েছে।
তবে ভারতেও বেআইনীভাবেই জেলারে ইলিশ শিকার করছে বলে মনে করেন পশ্চিমবঙ্গের মৎস কর্মকর্তা জয়ন্তকুমার প্রধান।
তিনি বলেন, প্রাপ্তবয়স্ক একটি ইলিশ ২০ লাখের মতো ডিম পাড়ে। সেই কারণেই ডিম ছাড়ার সময়ে বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা আছে আমাদের এখানেও। তবে ফারাক্কায় এ সব মানার বালাই নেই এখন।
আজকের বাজার:এলকে/এলকে ২১ অক্টোবর ২০১৭