ভারতের ছত্তিশগড়ের কোরবা জেলায় সোমবার এক এসইউভি ও একটি স্টেশনারির ট্রাকের সাথে সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট চার জন নিহত হয়েছে। পুলিশ এ কথা জানায়। খবর পিটিআই।
সকালে কাঠগোরার উপ-বিভাগীয় কর্মকর্তা (এসডিওপি) পঙ্কজ প্যাটেল জানান, বঙ্গো থানাধীন পাটলা গ্রামের কাছে অম্বিকাপুর-কোরবা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনি কুমারী (৩২), তার আত্মীয় দীপক কুমার শর্মা (২২), ত্রিপুরারী শর্মা (৩২) ও চালক শঙ্কর কাহার (৪০)। তারা সবাই বিহারের বাসিন্দা।
মনির মেয়ে মানভি (৬)) ও দুই ছেলে মানব (৬) ও মায়াঙ্ক (৪) আহত হয়েছে বলে এসডিওপি জানিয়েছে। মনি ও তার পরিবার তার বাবার মৃত্যুর পরে দশম দিনের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে রোববার বিহার থেকে কোরবা রওয়ানা হয়েছিল। প্যাটেল বলেন, ‘মনে হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি রাস্তার উল্টো দিকে পার্ক করা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান