ভারতীয় পুলিশকে লক্ষ করে গ্রেনেড হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। জৈশের তরফ থেকে এই হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে। খবর আনন্দ বাজার পত্রিকা।
আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, জৈশ যে হামলার ছক করছে পূর্বেই সেই খবর পেয়েছিলো ভারতীয় গোয়েন্দা বাহিনী। এর পরেও সে হামলা ঠেকানো সম্ভব হয়নি।
সোমবার (০৪ জুন) শোপিয়ানে বাটাপোরা চকে পুলিশি টহলদারির সময় এ গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়েই রাস্তায় ফেটে যায়। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে। মধ্যে ১২ জন সাধারণ নাগরিক এবং চার জন নিরাপত্তাকর্মী।
এদিকে কোলাকাতা ২৪ নিউজের প্র্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় হতাহতদের মধ্যে এক তরুনীর অবস্থা আশাঙ্কাজনক। এ ঘটনার পরপরই জঙ্গিদের নিশানা করে গুলি ছোড়ে ভারতীয় গোয়েন্দা বাহিনী।
দক্ষিণ কাশ্মীরের ডিআইজি অমিত কুমার জানান, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ সমগ্র এলাকা ঘিরে ফেলা হয়েছে জঙ্গি তল্লাশির জন্য৷
প্রসঙ্গত, গতকাল রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়। ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের কেরন সেক্টরে৷ নিহত জঙ্গি ওই কেরন সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল৷ তখনই দেশটির সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায়৷ সংবাদসংস্থা এএনআই জানায় এই খবর৷
এএনআই খবরে বলা হয়, নয় দিন দিন আগে সীমানা পেরিয়ে ভারতে অনু্প্রবেশের চেষ্টা করে পাঁচ জঙ্গি৷ টাংধর সেক্টর থেকে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় সকলে৷ রোববার কেরন সেক্টর থেকে অনুপ্রবেশের ছক বানচাল করে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি প্রবেশের এসব বাধাই গ্রেনেড হামলার প্রাথমিক কারণ হিসেবে দেখা হচ্ছে।
আজকের বাজার/ এমএইচ